অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বাঁশখালীর শেখেরখীল সরকার বাজার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ মে) রাত ৩টার দিকে আশরাফ আলী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাত তিনটার দিকে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি দোকানের সবকিছুই পুড়ে যায়। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বাশার জানান, রাতে শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে।
Leave a Reply