সাতকানিয়ার কালিয়াইশ মাষ্টারহাটে ১৭ জুন শনিবার ভোর ৩.৩০ মিনিটে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক লাইন থেকে শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস। আগুন লাগার কিছুক্ষণ পরই সাতকানিয়ার ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছেন মুদি দোকানের মালিক নুরুল ইসলাম মন্টু, চায়ের দোকানের মালিক সামশুল ইসলাম মেম্বার, চায়ের দোকানদার মোস্তাক মিয়া, ডাঃ ওমর আলীর চেম্বার, সিরাজ হাজীর দোকান ও নজরুলের মুরগীর দোকান।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ হুমায়ুন কান্নান জানান, আমরা ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পার্শ্ববর্তী পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। এতে প্রাথমিক ক্ষয়-ক্ষতির পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা এবং বৈদ্যুতিক শটসার্কিট হয়ে আগুন লাগে।