যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫ম জাতীয় বীমা দিবস। চট্টগ্রাম জেলা প্রশাসন এর আয়োজনে চট্টগ্রাম এর সকল বীমা কোম্পানির ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীমা দিবসের র্যালী উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাহিদুর রহিম জাদিদ। বর্ণাঢ্য এই র্যালী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউসে এসে শেষ হয়।
পপুলার লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসুজ্জামান সেলিম এর সভাপতিত্বে, গার্ডিয়ান লাইফ এর আর বি ডি এম নুরুল আবছার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মেটলাইফ এর উচ্চপদস্থ কর্মকর্তা খোরশেদ কায়সার, ন্যাশনাল লাইফের উপব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি চৌধুরী বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা উপ সচিব (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) মহা ব্যবস্থাপক জীবন বীমা কর্পোরেশন। মোহাম্মদ শহিদুল হক, উপ ব্যবস্থাপনা পরিচালক সাধারণ বীমা কর্পোরেশন। বক্তারা জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরা পাশাপাশি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি মানুষকে বীমার আওতায় আনার আহবান জানান।
পরিশেষে সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান সেলিম লাইফ/ নন লাইফ সকল কোম্পানির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ৫ম জাতীয় বীমা দিবসের সকল অনুষ্ঠানমালা সফল করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply