আইআইইউসিতে মিডিয়া প্রেস পাবলিকেশন অ্যান্ড এডভারটাইজম্যান্ট কমিটির ৫ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
আইআইইউসির মিডিয়া, প্রেস, পাবলিকেশন এন্ড এডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন আইআইইউসির সম্মানিত উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য ও ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী, রেজিস্ট্রার আক্তারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, এসিএডির পরিচালক(ভারপ্রাপ্ত) সিরাজুল আরেফিন, আইএএসডব্লিউডির পরিচালক(ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান।
(প্রেস বিজ্ঞপ্তি)