আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছবি: লামায় প্রধানমন্ত্রীর উপহার বিনামূল্যের ঘর পেলো ৫৮ পরিবার

লামায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলো ৫৮ পরিবার


ইসমাইল হোসেন, বান্দরবান প্রতিনিধিঃ আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার এ প্রতিপাদ্যকে সমুন্নত রেখে লামায়ও আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে পঞ্চম পর্বে দ্বিতীয় ধাপে ১৮ হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের উপহার হিসাবে এসব ঘর হস্তান্তর করেন। তারই ধারাবাহিকায় লামা উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমে ভার্চুয়ালি টিভি স্ক্রীনের সাথে সংযুক্ত হন লামা উপজেলা প্রশাসন।

আরও পড়ুন ফাঁসিয়াখালী রেঞ্জে ৮ হাজার চারা রোপন

এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রদীপ কান্তি দাশ, নবাগত লামা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মিজানুর রহমান, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, পৌরসভার প্যানেল মেয়র মো. হোসেন বাদশা প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সাত ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ সদস্য, সচিব, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে গৃহের সার্টিফিকেট, ফোল্ডার এবং একটি করে গাছের চারা দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর