মুহাম্মদ আরফাত হোসেন- বিশেষ প্রতিনিধিঃ চন্দনাইশে গতকাল ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এসএসসি, দাখিল, ভোকেশনাল পরীক্ষায় ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে।
চন্দনাইশ পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬২২ জনে ১, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৯৩ জনে ১, দোহাজারী জামিজুরী আহমুদুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০১১ জনে ১৬ জন, সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬০৪ জনে ৬, সূচিয়া আর.কে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৫৪ জনে ৪, হাশিমপুর এম কে ইউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৪১ জনে ১১, বরমা ত্রাহি মেনেকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৬৪ জনে ১, কাসেম মাহাবুব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬৫ জন এসএসসি, জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল কেন্দ্রে ৫৮৭ জনে ১৭, জামালুর রহমান খান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজের কারিগরি কেন্দ্রে ১৪৮ জনে ১ জন ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।