সরওয়ার কামাল, মহেশখালীঃ বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় মাছ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে কতিপূ অসাধু জেলে সাগরে জাল ফেলে রেখেছিলো। সম্প্রতি এ মোবাইল কোট পরিচালনা করেছেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল করিমসহ প্রশাসনের একদল টিম।
আরও পড়ুন মহেশখালীর শাপলাপুরে দু’টি অবৈধ করাতকল উচ্ছেদ ও মালামাল জব্দ
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল করিম বলেন, ‘জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত মাছ গোরাকঘাটা মাদ্রাসার এতিমখানায় দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, ২০ মে থেকে ২৩ জুন পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর।