আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: কৃষি জমির ‘টপ সয়েল’ কেটে ট্রাকে স্থানান্তর করা হচ্ছে

কৃষি জমির ‘টপ সয়েল’ কাটার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড 


মো. শোয়াইব, হাটহাজারীঃ উপজেলায় কৃষি জমির ‘টপ সয়েল’ কাটার অপরাধে মো. আরমানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২০শে মার্চ) দিবাগত রাতে উপজেলার ২নং ধলই ইউনিয়ন হাতি মারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মসিউজ্জামান।

আরও পড়ুন হাটহাজারীর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকসহ ১৭৯ পদ শূণ্য

চাটগাঁর সংবাদের সাথে আলাপকালে তিনি জানান, ‘বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলই ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কাটার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের অধীনে তাৎক্ষণিক আইন প্রয়োগ করা হয়।’

এসময় টপ সয়েল কাটার অপরাধে মো. আরমানকে (পিতা: জালাল আহমেদ) বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কৃষি জমির সুরক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর