আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি: রোটারী ক্লাব অব চিটাগং এর উদ্যোগে রোজার ইফতার সামগ্রী বিতরণ

রোটারী ক্লাবের উদ্যোগে ৫০ দরিদ্র পরিবার পেলো রোজার সামগ্রী


অনলাইন ডেস্কঃ চট্টগ্রামের পঞ্চাশটি দরিদ্র পরিবারকে রোজার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ ফ্রেবুয়ারি) নগরীর সুগন্ধা আবাসিক এলাকায় রোটারী ক্লাব অব চিটাগং সুগন্ধা এবং রোটারেক্ট ক্লাব অব চিটাগং এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সভাপতি মরিয়ম ইসলাম লিজা।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ লিটার সয়াবিন তেল, ৫কেজি ছোলা, ২কেজি মসুরের ডাল, ২কেজি পেঁয়াজ ও ১কেজি করে লবন দেওয়া হয়েছে।

আরও পড়ুন চট্টগ্রাম ট্যুরিষ্ট পুলিশ রিজিয়নের বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবু হাসনাত চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারহানা হাসনাত, রোটারিয়ান সিপি মো শাহজাহান সাবেক জেলা সচিব, শিল্পী মো. নজরুল ইসলাম নান্টু, সাবেক ডিস্ট্রিক্ট সার্জন আর্মস রোটারী ক্লাব অব চিটাগংয়ের সভাপতি ইফতেখার ইনান, পিপি মোহাম্মদ জাবেদুল ইসলাম, চিফ সার্জেন্ট আর্মস সুমাইয়া জান্নাত জ্যোতি, সদস্য হামেদ রেযা, হামেদ রাজা, সামিরা আফসা, আওয়ামী লীগ নেতা সৈয়দ আলম, মো. শাহাবুদ্দিন, বাবুল দেব রায়, ইকবাল আহমেদ, মোহাম্মদ আইয়ুব, মো. সালাউদ্দিন, মো. খোকন কাঞ্চন চৌধুরী, মো. জহির মোহাম্মদ বাবু, মোহাম্মদ নূরী, নির্মল দাস, মো. হুমায়ুন আজিম, আরমান চৌধুরী, যুবলীগ নেতা টিপু, নাজিম, আজাদ, উজ্জ্বল, রাজ্জাক, তন্ময়, সেচ্ছাসেবক লীগ নেতা মো. জাহেদ, মামুন হারুন, ছাত্রলীগ নেতা অনিক, রিমন, বাপ্পি প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর