আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রামুতে সেনা সহযোগিতায় ৫০ একর সরকারি জমি দখলমুক্ত


কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় সরকারি রবার বাগানের ৫০ একর জমি দখল মুক্ত করা হয়েছে। গত ১১ আগস্ট সেনা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, রামুর লটউখিয়ার ঘোনা এলাকায় সরকারি জমিতে রবার বাগান রয়েছে। ওই জমি একটি চক্র জবর দখল করেছিল। রবিবার সেনা বাহিনীর সহযোগিতায় অর্ধশত একর জমি দখল মুক্ত করা হয়েছে। ওখানে থাকা ২০টি মতো ঘর উচ্ছেদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র মতে, রামু উপজেলার লটউখিয়ার ঘোনা এলাকায় ১৯৬০-৬১ সালে ২৬৮২ একর সরকারি জমি বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের অধিনে রবার বাগান করা হয়। ২০২২ সালে এপ্রিল মাসে প্রভাবশালী একটি চক্রটি বাগানে ৫০ একর জমিতে সৃজিত ৮ হাজার ৭০০টি রাবার গাছের চারা কেটে জবর দখল করে।

রবার বাগানের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী জানিয়েছেন, এপ্রিল মাসে প্রভাবশালী চক্রটি রবার বাগানের গাছ কেটে অর্ধশত একর জমি দখল করে। সেনা বাহিনীর সহযোগিতায় এসিল্যান্ডের নেতৃত্বে জমি দখল মুক্ত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর