আজ ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মীরসরাইয়ে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার


অনলাইন ডেস্ক

মীরসরাইয়ে ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ ডাকাতকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর কমর আলী রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মীরসরাই থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), মৃত জামাল মিয়ার ছেলে মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সুমন মিয়া (৩৩), বরিশালের বাবুগঞ্জ থানার মৃত আলতাফ আরী ছেলে রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লার নাঙ্গলকোট থানার মো. মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড় দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাড়ির যাত্রীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। তাদের কিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর