অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে ৪৯৮ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফ্যাশন ডিজাইনিং, ক্যাটারিং, বিউটিফিক্যাশন, ইন্টোরিয়ার ডিজাইন, হাউজ কিপিং, ব্যাবী সিটিং, বিজনেস ম্যানেজমেন্ট এই সাত ক্যাটগরিতে ৮০ দিনের প্রশিক্ষণে ১২ হাজার ও ৪০ দিনের প্রশিক্ষণে ৬ হাজার টাকা এককালীন ভাতাসহ সনদ দেয়া হয়েছে। সংস্থাটির বাকলিয়া, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ কার্যালয়ে এসব প্রশিক্ষণ চালু রয়েছে।
রবিবার (১২ নভেম্বর) দুপুরে বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষিত নারীদের সনদ ও ভাতা বিতরণ করেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।
আরও পড়ুন ‘প্রতিভাবান প্রান্তিক নারীদের কাছে সরকারী সুবিধা পৌঁছাতে হবে’
ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার নারীদের আত্মকর্ম সংস্থান তৈরীতে খুব আন্তরিক, মাঠ পর্যায়ে প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় জাতীয় মহিলা সংস্থার নারীদের হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার চেয়ারম্যান ও সহকারী কমিশনার এবং ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহীন আকতার রোজি, বাকলিয়া থানা আওয়ামী লীগ নেতা মো. আহমদ ইলিয়াছ, মো. এমদাদ উল্লাহ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দীন, সাবেক সংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দীন, আলমগীর খান, ব্যবসায়ী নেতা হাজী মুহাম্মদ নুরুদ্দীন, জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা কৃঞ্চ রানী দাশ, সায়মা নওশীন লুনা, রুশ্নী আকতার, জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার জেলা কর্মকর্তা শাহানা পারভীন , নারী উদ্যাক্তা নাসরীন সুলতানা প্রমুখ।
Leave a Reply