মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দিয়াকুল নবরত্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধদের প্রধান ও জাতীয় ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) ভোর ৬টায় বিশ্বশান্তি কামনায় মঙ্গল শোভাযাত্রা, সকাল ৭টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় অষ্টপরিষ্কারসহ মহাসংঘদান ও সদ্ধর্মদেশনার মধ্য দিয়ে দিনব্যাপী ৪০তম কঠিন চীবর দানোৎসব শুরু হয়।
সকালে কঠিন চীবর দানোৎসব প্রথম পর্বে সভাপতিত্ব করেন উত্তর পুরানগড় সংঘশ্রী বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত লোকপ্রিয় মহাথেরো। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন উত্তর হাসিমপুর বনবিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞানন্দ থেরো। সদ্ধর্মদেশক ছিলেন সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র থেরো ও পুর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপ্রিয় থেরো।
২য় পর্বে উদ্বোধক ছিলেন দিয়াকুল নবরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমনালংকার ভিক্ষু। জামিজুরী সুমনাচার বিদর্শনারম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলরক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত অতুলানন্দ মহাস্থবির। সমন্বয়কারী ছিলেন শিক্ষক নয়ন বড়ুয়া।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিসেস ববিতা বড়ুয়া।
বাবু টিপলু বড়ুয়া ও কনক বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দিয়াকুল নবরত্ন বিহারের সভাপতি ডা. বাবুল বড়ুয়া। বক্তব্য রাখেন সাবেক দোহাজারী ইউপি সদস্য নাজিম উদ্দিন, চন্দনাইশ বৌদ্ধ পরিষদ সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি বড়ুয়া, বাবু অরুণ বড়ুয়া, নবরত্ন বিহার ভূমিদাতা ব্রহ্মদত্ত বড়ুয়া, শিক্ষক পলাশ বড়ুয়া, বন্ধন বড়ুয়া প্রমূখ।
পরে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের হাতে পবিত্র চীবর ও আনুষঙ্গিক সামগ্রী তুলে দেওয়া হয়।
Leave a Reply