চন্দনাইশ প্রতিনিধিঃ পাটজাত মোড়ক ব্যবহার না করায় চন্দনাইশের দুইজন অটো রাইস মিল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার
আইন ২০১০ এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট ১৪ ধারায় এসময় পণ্যে কৃত্রিম মোড়কের ব্যবহার করায় মেসার্স হক অটো রাইস মিল এবং মেসার্স আমির চাউল বিতান নামক ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন ১৯ পণ্যে পাটের বস্তা ব্যবহার নিশ্চিতে কঠোর হবে সরকার
নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক করা হবে। পরিবেশ রক্ষায় কৃত্রিম মোড়ক যাতে ব্যবহার করতে না পারে সেজন্য উপজেলার বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেছেন পাট অধিদপ্তর কর্মকর্তা বাবুল চন্দ্র দাশ, দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply