আজ ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার


ভ্রাম্যমাণ প্রতিবেদক:

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে।চোরাকারবারিরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ধাওয়া খেয়ে ফেলে দেন এসব ইয়াবা। ঘটনাস্থল থেকে বিজিবি’র সদস্যরা একটি পুটলার ভেতর ৪০ হাজার ইয়াবা পান। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।রবিবার (১৩ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার খালেরমুখ নামক এলাকা থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা খালের মুখ এলাকায় নাফ নদীর তীরে জঙ্গলের ভেতর অবস্থান নেন। ৩জন লোক নাফ নদী পার হয়ে খালেরমুখ হাজির চিংড়ি ঘেরের দিকে আসছিলেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা হাতে থাকা পুটলা ফেলে অন্ধকারে গ্রামের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওই পুটলা উদ্ধার করা হয়, যার ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য দেড় কোটি টাকা বলে জানান বিজিবি’র একর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর