অনলাইন ডেস্ক
বাঁশখালীতে রাতের আঁধারে চুরি করতে গিয়ে পাহাদারের হাতে ধরা পড়লো ৪ চোর। ধরা খাওয়ার পর চোরদের মাথা মুণ্ডন করে দিলো উত্তেজিত জনতা। ৭ ফেব্রুয়ারি (বুধবার) গভীর রাতে ৪ জনের চোর সিন্ডিকেট চক্র চুরি করতে গেলে উপজেলার নাপোড়া এলাকার পাহারাদার অটোরিকশার ব্যাটারিসহ হাতেনাতে চোর চক্রের ৪ সদস্যকে আটক করে। বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই ছুটে আসে এলাকার শত শত জনতা। এতে ধৃত চোরদের মাথার চুল মুণ্ডন করে দিয়েছে উত্তেজিত জনতা। ধৃত আসামিরা হলো, শেখেরখীলের মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ শাকিল, নুরুল আলমের পুত্র মোঃ রাকীব উদ্দিন, সাদেক আলীর পুত্র মোঃ এখলাছ ও মোটরগ্যার পুত্র মোঃ মুজিবুর রহমান। বিষয়টি জানতে পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেক রহমানকে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাওলানা মোর্শেদুল ইসলাম ফারুকী জানান, চোর সদস্যদের আটকের বিষয়টি সত্য, তবে স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে ধৃত চোরদের ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি (তদন্ত) সুধাংশু শেখের হালদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য বা অভিযোগ থানায় আসেনি।
Leave a Reply