মোঃ ইকবাল হোসেন, সাতকানিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ ( ২৮ সেপ্টেম্বর) বুধবার লাইসেন্স বিহীন করাতকল (স'মিল) চালু রাখার অপরাধে ৪ টি করাতকল সিলগালা করে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা।
করাতকল গুলো হলো চরতী ইউনিয়নের তুলাতলী বাজারের নুরুল হাসান স'মিল, খাঁন স' মিল, মোহাম্মদ হোসেন স' মিল এবং কাঞ্চনা ইউনিয়নের এম.এন. মহারাজ স'মিল।
সিলগালাকৃত করাতকলগুলো হতে বিভিন্ন জাতের বিপুল পরিমাণ কাঠ ও করাতকলের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। জব্দকৃত কাঠ ও যন্ত্রপাতিসমূহ মাদার্শা রেঞ্জ অফিসার মোহাম্মদ মামুন কে বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার।
অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী চরতী ইউনিয়নের তুলাতলী বাজারে ৪ টি দোকানে ১৪ হাজার টাকা এবং কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে ৪ টি দোকানে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মাদার্শা রেঞ্জ অফিসার মোহাম্মদ মামুন, রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ ও ইউ.এন.ও. অফিসের কর্মচারীগণ এবং আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।