আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চকরিয়ায় অস্ত্র-কার্তুজসহ ৪ ডাকাত গ্রেপ্তার


আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজারঃ জেলার চকরিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আকতার হোছাইনসহ ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ৫টি অস্ত্রসহ বিপুল পরিমাণ কার্তুজ ও ১টি সিএনজি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন, আকতার হোছাইন (৪২), জয়নাল আবেদিন প্রকাশ হাতকাটা জয়নাল (৪২), নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯), নুরুল আমিন (৩৮)।

আরও পড়ুন চকরিয়ায় ডাকাতি হওয়া মহিষ লামা ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার!

র‌্যাব জানিয়েছে, কক্সবাজারের একটি আভিযানিক দল গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ডাকাতদের বিষয়ে জানতে পারে। অস্ত্রধারী ওই চারজন ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের জন্য চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদ এলাকার একটি ঘরে অবস্থান করছিলো। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে র‌্যাব-১৫ এর আভিযানিক দলটি ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের অভিযানের বিষয়ে টের পেয়ে টং ঘরে অবস্থানরত ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাবের আভিযানিক দলটি ডাকাতদের ধাওয়া করে, পরে দুর্ধর্ষ সন্ত্রাসী আকতার হোছাইনসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা। গ্রেপ্তারকৃতদের তল্লাশী করে আকতার হোছাইনের কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি এবং যে ঘরে ডাকাতরা অবস্থান করছিলো সেটি তল্লাশী করে ৪টি লম্বা একনলি বন্দুক, ৯৮ রাউন্ড কার্তুজ, ৩টি স্মার্ট ফোন এবং ডাকাত দলটির অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত ১টি সিএনজি জব্দ করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর