অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বাঁশখালীতে জাল ভোট দেওয়ার অপরাধে ৪ জনকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, বাহারচড়ায় আজ বুধবার বেলা সাড়ে ১২ টার সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসান্ত চক্রবর্তী (সহকারী কমিশনার ভূমি) মীরশরাইয়ের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন দায়িত্ব পালনকালীন বাহারছড়া ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘন ও জাল ভোট দেওয়ার দায়ে মোঃ বুলবুল (৪১) কে ৫০ হাজার টাকা, মোঃ রিফাত (৩০) কে ২০ হাজার, মোঃ আক্কাস উদ্দিন (২৮) কে ১০ হাজার এবং মোঃ মেজবাহ উদ্দিনকে ২০ জাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ০২ জনকে জাল ভোট দেওয়ার দায়ে ও অপর ০২ জনকে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করায় এ জরিমানা করা হয়।
Leave a Reply