মহান বিজয় দিবস উপলক্ষে চট্টল ইয়ুথ কয়ারের উদ্যোগে চার দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব অরুন চন্দ্র বণিকের পাঠানো এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, আগামি ১৫ ডিসেম্বর নগরীর বাহির সিগন্যাল এলাকার সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুলে এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
প্রদর্শনীতে অংশগ্রহণে ইচ্ছুকদেরকে ১৪ ডিসেম্বর সকাল ১০টায় নিজেদের আঁকা ছবি নিয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেন হাইস্কুলে আসার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজক সংগঠন। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কার দেয়া হবে।