আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মরিচ্যা যৌথ চেকপোস্টে সাড়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার: আটক-২


শ.ম.গফুর (উখিয়া) কক্সবাজার

রামুর মরিচ্যা চেকপোস্টে সাড়ে ৩৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ অক্টোবর) মধ্যরাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি’র রামু ৩০ ব্যাটালিয়ন’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।আটক দু’জন হলেন, চট্টগ্রামের চাক্তাই ভাঙ্গাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩২) ও চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে মো. ইসমাঈল হোসেন (৩০)।

ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ থেকে যানবাহন যোগে মাদকের একটি চালান পাচারের খবরে পায় বিজিবি। এতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করে বিজিবির সদস্যরা।এক পর্যায়ে সন্দেহজনক একটি ট্রাক সেখানে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৩৬ হাজার ৫০০ পিস ইয়াবা।এ সময় গাড়িতে থাকা চালকসহ দুইজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর