ওসমান হোসাইন, কর্ণফুলীঃ গোপন সংবাদের ভিত্তিতে আখতারুজ্জামান চত্বর (মইজ্জ্যার টেক) চেক পোস্টে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাতে উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানার নির্দেশে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফ হোসেন ও কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. জহির হোসেন এর নেতৃত্বে এসআই মোবারক হোসেন এ তল্লাশি অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবাসহ ঢাকা মেট্রো (ট-১৮-৩৪৯৮) আটক করেন তিনি। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার কোতোয়ালি থানা টেপাখোলা পৌরসভার আলতাফ মোল্লার ছেলে ট্রাক চালক মো. রাকিব (২৯) ও ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলা কমলেশ্বরদী গ্রামের রহমান খাঁ ছেলে হেলপার মো. আশরাফুল খান (৩০)।
পুলিশ সূত্র জানিয়েছে, গাড়ির এক্সেলের ভিতর বিশেষ কায়দায় ইয়াবার এই চালানটি পাচার করা হচ্ছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক ও হেল্পার স্বীকার করেছে, টেকনাফ থেকে ঢাকা গাজীপুরের উদ্দেশ্যে চালানটি নিয়ে যাওয়া হচ্ছে। তবে মূল হোতার কোনো তথ্য প্রতিবেদক জানতে পারেনি।
এ প্রসঙ্গে উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা চাটগাঁর সংবাদকে বলেন, ‘সোমবার বিকালে বিশেষ সূত্রে আমাদের কাছে মাদক চালানের খবর আসে। এরপর আমরা কর্ণফুলী থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে ট্রাক ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
Leave a Reply