আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাঙ্গু নদীতে চন্দনাইশ উপজেলা প্রশাসনের অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশে সাঙ্গু নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পৌণে ১টা পর্যন্ত উপজেলার বৈলতলী ইউনিয়নের খোদারহাট সেতু এলাকা থেকে দোহাজারী পৌরসভার বোটঘাটা এলাকা পর্যন্ত সাঙ্গু নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির জানান, প্রজনন মৌসুমে দেশীয় প্রজাতির মৎস্য সংরক্ষন এবং মৎস্য বিষয়ক আইনে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় অভিযান চলছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার চন্দনাইশ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৩টি কারেন্ট জাল, ৫টি ভাসান জাল, ২টি ঘেরা জাল ও ১টি ডুবো জাল সহ মোট ১১টি জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ টাকা। জব্দকৃত জালসমূহ দোহাজারী সেতুর নিকটে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট কর হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জালের মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কারেন্ট জাল দিয়ে মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। সাঙ্গু নদীতে এই রকম কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী সোলতান আহমদ, রিজন কান্তি বড়ুয়া, চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) উপন বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর