জেমকন সাহিত্য পুরস্কার পেলেন তিন কবি-সাহিত্যিক। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে তাদের পুরস্কার হিসেবে চেক, ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
এ বছর 'স্তব্ধতা যারা শিখে গেছে' কাব্যগ্রন্থের জন্য জেমকন সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি কামাল চৌধুরী। তিনি সম্মাননার সঙ্গে পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। তরুণ শ্রেণিতে 'ঘুমিয়ে থাকা বাড়ি' পাণ্ডুলিপির জন্য জেমকন তরুণ কবিতা পুরস্কার পেয়েছেন সাকিব মাহমুদ। আর এই শ্রেণিতে 'সোনার নাও পবনের বৈঠা' উপন্যাসের জন্য তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন সাজিদুল ইসলাম। তরুণ দুই সাহিত্যিক প্রতিজন পেয়েছেন এক লাখ টাকার চেক।
তথ্যসূত্র: দেশ রূপান্তর