এইচ এম এম সাইফুদ্দীন, ফটিকছড়িঃ উপজেলায় টিলার মাটি কেটে কৃষিজমি ভরাটের অপরাধে রমজান আলী নামের এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে নারায়নহাট ইউনিয়নের চান্দপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।
অভিযানকালে টিলার মাটি কাটা এবং সেই মাটি দিয়ে কৃষি জমি ভরাটের অপরাধ প্রমাণিত হয়েছে রমজানের বিরুদ্ধে। এসময় জিজ্ঞাসাবাদে রমজান তার অপরাধ স্বীকার করেছে। সে ওই ইউনিয়নের মৃত আবুল হোসেনের পুত্র। অভিযানে ১টি এস্কেভেটর ও ২টি ট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন ফটিকছড়িতে ১ ঘন্টায় ১ লাখ বৃক্ষ রোপণ
এ অপরাধের দায়ে রমজানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) অনুসারে ৩ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। পরে দণ্ডিত অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে ভুজপুর থানা পুলিশের একটি দল, আনসার ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সার্বিক সহায়তা প্রদান করেছেন।
জানতে চাইলে এ প্রসঙ্গে মো. মেজবাহ উদ্দিন চাটগাঁর সংবাদকে বলেন, ‘আইন অমান্যের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
Leave a Reply