মো. ইকবাল হোসেন, সাতকানিয়া
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) কাটার অপরাধে ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্টের ভ্রাম্যামাণ আদালত। রবিবার (১৪ জানুয়ারি) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নে কলঘর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন আবদুল মান্নান (৩৯)। তিনি কেঁওচিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড সিকদার পাড়া এলাকার মুন্সি মিয়ার ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আটককৃতকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এইরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply