রাঙ্গুনিয়ায় ৩ দিনব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর মেলা শুরু হয়েছে। আজ সোমবার (৩১ অক্টোবর) সকাল থেকে ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলায় এই ব্যতিক্রমী মেলা শুরু হয়। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে যে কোনও সমস্যা সমাধানের জন্য উপজেলা রাজস্ব প্রশাসন কর্তৃক উপজেলা অডিটোরিয়ামে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলা চলবে বুধবার পর্যন্ত।
রাঙ্গুনিয়া উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতকরণের অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় করা হচ্ছে। অনলাইনে হোল্ডিং এন্ট্রি কাজ সম্পন্ন হয়েছে। আপনার অনলাইন হোল্ডিংটি সঠিক আছে কিনা এবং কিভাবে আপনি আপনার মোবাইল থেকে বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন- সে বিষয়ে অবহিত করতে এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধে যে কোনও সমস্যা সমাধানের জন্য উপজেলা রাজস্ব প্রশাসন এ আয়োজন করেছে।
প্রসঙ্গত, মেলায় আসার সময় জমির মালিকানার সর্বশেষ খতিয়ান, সর্বশেষ ভূমি উন্নয়ন কর প্রদানের দাখিলা, জাতীয় পরিচয়পত্র এবং সচল মোবাইল ফোন সঙ্গে আনতে হবে।
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply