আজ ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

দোহাজারীতে ২৮ কেজি জব্দ জাটকা এতিমখানায় বিতরণ


মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ: দোহাজারী কাঁচা বাজারে অভিযান চালিয়ে ২৮ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ জানুয়ারি) সকালে চন্দনাইশ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে এই বিশেষ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

এ ঘটনায় তিনজন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। পরে জব্দ করা জাটকা স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- দোহাজারী কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী প্রদীপ জলদাস, সুভাস জলদাশ ও বাচা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সোলতান আহমদ প্রমুখ। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিনের নেতৃত্বে দোহাজারী পুলিশের একটি দল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর