কৃষি উৎপাদন বাড়াতে চলতি রবি মৌসুমে চট্টগ্রামের ৮০ হাজার কৃষককে প্রণোদনা দেয়া হচ্ছে। এরমধ্যে সাতকানিয়া উপজেলায় প্রণোদনা পাবেন ২৭শ জন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, চলতি রবি মৌসুমে (২০২২-২০২৩ সাল) বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার হেক্টর জমি। বোরো আবাদ ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল জাতের বীজ ও সার সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। তিন ক্যাটাগরিতে ভাগ করে প্রণোদনা দেয়া হচ্ছে। বোরো আবাদে দুই ক্যাটাগরিতে দেওয়া হবে ৭৩ হাজার কৃষককে। এছাড়াও রবিশস্য উৎপাদনের জন্য আরও ৭ হাজার চাষিকে প্রণোদনা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে চট্টগ্রামে এবার ৮০ হাজার কৃষককে প্রণোদনা দেয়া হচ্ছে।
জানা গেছে, এবার প্রণোদনা পাবেন বাঁশখালীর ৪ হাজার, ফটিকছড়ির ৩ হাজার ১২৫, রাঙ্গুনীয়ার ২ হাজার ৮৭৫ জন, আনোয়ারার ২২শ, পটিয়ার ১৮শ, রাউজানের ১৮শ, হাটহাজারীর ১৮শ, লোহাগাড়ার ১ হাজার ৫৫০, চন্দনাইশের ১ হাজার ৩৭৫, বোয়ালখালীর ৭৫০, মীরসরাইয়ের ৬৭৫ ও কর্ণফুলীর ৩৫০ জন কৃষক।
এছাড়াও ২৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সার ও বীজ বিনামূল্যে দেয়া হবে। প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি ও ৫ কেজি করে উফশী জাতের বীজ প্রদান করা হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আখতারুজ্জামান বলেন, ‘বোরো ও রবিশস্যের আবাদ ও উৎপাদন বাড়ানোর জন্য সরকার এবার সর্বোচ্চ পরিমাণ প্রণোদনা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন বাড়ানোয় বড় ভূমিকা রাখবে। চট্টগ্রামে প্রণোদনা পাচ্ছেন ৮০ হাজার কৃষক।’
তথ্যসূত্র: বাংলানিউজ২৪
Leave a Reply