চাটগাঁর সংবাদ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিটের নিচ থেকে ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের মালিক পাওয়া যায়নি। বাজারদর হিসেবে জব্দকৃত ২৬ কেজি স্বর্ণের দাম ৩০ কোটি টাকা।
সোমবার (১৭ জুলাই) সকালে দুবাই থেকে আসা এক ফ্লাইটে এই স্বর্ণ পাওয়া যায়। কাস্টম কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের ১১ সিটের নিচ থেকে স্কচটেপ মোড়ানো স্বর্ণগুলো জব্দ করা হয়।
প্রেস ব্রিফিং করে ঢাকা কাস্টমস হাউস জানায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে ঢাকা এবং অন্যান্য সংস্থার যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত স্বর্ণ বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়েছে।
তথ্যসূত্র: বাংলাভিশন
Leave a Reply