আজ ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগর ও জেলায় ২৬ মামলা, গ্রেপ্তার ৬২৭


কোটা আন্দোলনকারী ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলায় ১১টি মামলায় এ পর্যন্ত ৩০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে সিএমপিতে এ পর্যন্ত ১৫টি মামলায় ৩২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কে এম শফিউল্লাহ জানান, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সহিংস ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এদিকে সিএমপিতে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় ১৫টি মামলায় ৩২৭ জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন এডিসি (মিডিয়া) মো. তারেক আজিজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর