আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নতুন ভাড়ার তালিকা দিল বিআরটিএ


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় গত ৫ আগস্ট থেকে ডিজেল চালিত সব গণপরিবহনের বর্ধিত ভাড়া পুনঃনির্ধারণ করে সরকার। দূরপাল্লার বাসে ২২ শতাংশ এবং চট্টগ্রাম নগরের বাসে ১৬.২৭ শতাংশ ভাড়া বাড়িয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) একটি তালিকা প্রকাশ করে।

এতে বলা হয়, প্রতি কিলোমিটারে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা এবং দূরপাল্লায় ৪০ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ২০ পয়সা। যা আগে ছিল, ১ টাকা ৮০ পয়সা। বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে বা হিউম্যান হলারে ৮ টাকা হবে। তবে সিএনজি গ্যাস চালিত গণপরিবহনে এই ভাড়া কার্যকর হবে না। তা আগের ভাড়াতেই চলবে বলে বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে।

এদিকে নতুন ভাড়ার তালিকা অনুযায়ী সর্বোচ্চ বাস ভাড়া পড়বে কালুরঘাট থেকে সী বিচ রুটে জনপ্রতি ৬৩ টাকা।

বিআরটিএ’র করা তালিকা অনুযায়ী চট্টগ্রাম মহানগরের বাস ভাড়ার তালিকা নিম্নরূপ—

রুট নম্বর ১: কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেটের দূরত্ব ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২৫ টাকা।

কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেটের দূরত্ব ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২৫ টাকা।

কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেটের দূরত্ব ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২৫ টাকা।

রুট নম্বর ২: কালুরঘাট থেকে নিউ মার্কেটের দূরত্ব ১৪ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৫ টাকা।

কালুরঘাট থেকে নিউ মার্কেটের দূরত্ব ১৪ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৫ টাকা।

কালুরঘাট থেকে নিউ মার্কেটের দূরত্ব ১৪ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৫ টাকা।

রুট নম্বর ৩: ফতেয়াবাদ থেকে নিউমার্কেটের দূরত্ব ১৪ দশমিক ৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৬ টাকা।

ফতেয়াবাদ থেকে নিউমার্কেটের দূরত্ব ১৪ দশমিক ৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৬ টাকা।

ফতেয়াবাদ থেকে নিউমার্কেটের দূরত্ব ১৪ দশমিক ৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৬ টাকা।

রুট নম্বর ৪: নিউমার্কেট থেকে ভাটিয়ারির দূরত্ব ১৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৮ টাকা।

নিউমার্কেট থেকে ভাটিয়ারির দূরত্ব ১৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৮ টাকা।

নিউমার্কেট থেকে ভাটিয়ারির দূরত্ব ১৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৮ টাকা।

রুট নম্বর ৫: নিউমার্কেট থেকে বিমান বন্দরের দূরত্ব ১৮ দশমিক ৬০ কিলো মিটার। বর্ধিত ভাড়া ৪৭ টাকা।

নিউমার্কেট থেকে বিমান বন্দরের দূরত্ব ১৮ দশমিক ৬০ কিলো মিটার। বর্ধিত ভাড়া ৪৭ টাকা।

নিউমার্কেট থেকে বিমান বন্দরের দূরত্ব ১৮ দশমিক ৬০ কিলো মিটার। বর্ধিত ভাড়া ৪৭ টাকা।

রুট নম্বর ৬: লালদীঘির পাড় থেকে সী বিচের দূরত্ব ১৬ দশমিক ৬০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪২ টাকা।

লালদীঘির পাড় থেকে সী বিচের দূরত্ব ১৬ দশমিক ৬০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪২ টাকা।

লালদীঘির পাড় থেকে সী বিচের দূরত্ব ১৬ দশমিক ৬০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪২ টাকা।

রুট নম্বর ৭: কোতোয়ালী থেকে ভাটিয়ারির দূরত্ব ১৬ দশমিক ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪০ টাকা।

কোতোয়ালী থেকে ভাটিয়ারির দূরত্ব ১৬ দশমিক ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪০ টাকা।

কোতোয়ালী থেকে ভাটিয়ারির দূরত্ব ১৬ দশমিক ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪০ টাকা।

রুট নম্বর ৮: নিউ মার্কেট অক্সিজেনের দূরত্ব ৮ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২০ টাকা।

নিউ মার্কেট অক্সিজেনের দূরত্ব ৮ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২০ টাকা।

নিউ মার্কেট অক্সিজেনের দূরত্ব ৮ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২০ টাকা।

রুট নম্বর ১০: কালুরঘাট থেকে সী বিচের দূরত্ব ২৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৬৩ টাকা।

কালুরঘাট থেকে সী বিচের দূরত্ব ২৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৬৩ টাকা।

কালুরঘাট থেকে সী বিচের দূরত্ব ২৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৬৩ টাকা।

রুট নম্বর ১১: ভাটিয়ারি থেকে সী বিচের দূরত্ব ২৩ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৫৮ টাকা।

ভাটিয়ারি থেকে সী বিচের দূরত্ব ২৩ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৫৮ টাকা।

ভাটিয়ারি থেকে সী বিচের দূরত্ব ২৩ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৫৮ টাকা।

এদিকে অনেক যাত্রী অভিযোগ করেন, গণপরিবহণে নতুন বর্ধিত ভাড়া না মেনে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি আদায় করা হয়েছে। অন্যদিকে চালক ও হেলপারদের দাবি— তারা এখনও ভাড়ার চার্ট হাতে পাননি। এ কারণে অনুমান করে ভাড়া আদায় করছেন।

মুরাদপুরে কথা হয় বাসযাত্রী রুহুল আমিন ও শফিকুল ইসলামের সঙ্গে। তারা বলেন, নতুন বর্ধিত ভাড়ায়ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা রাখা হয়েছে। অথচ অল্প দূরত্বেও বাসগুলো আদায় করছে ১২ থেকে ১৫ টাকা ভাড়া।

এদিকে নিউ মার্কেট থেকে ভাটিয়ারির দূরত্ব ১৫ কিলোমিটারে নতুন ভাড়া অনুযায়ী ৩৮ টাকা হলেও বাসগুলো ৪০ টাকা নিচ্ছে বলে জানান বাসযাত্রী আলমগীর। তিনি বলেন, বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে চালক ও হেলপারের সঙ্গে যাত্রীদের বাগবিতণ্ডা চলছিল।

তবে চট্টগ্রাম বিআরটিএ আদালত-১৩’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, ‘বাড়তি আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। যারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নিচ্ছে তাদের জরিমানা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।’

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর