স্টাফ রিপোর্টার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট উন্নয়ন চিন্তক জননেতা এ কে এম আবদুল মন্নানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৩ মার্চ শনিবার এ কে এম আবদুল মন্নান স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের কররে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত- ফাতেহা পাঠ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরমা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য শ্রী বলরাম চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এডভোকেট এস এম ওসমান, বরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন সওদাগর, বীর মুক্তিযোদ্ধা আবুল মঞ্জুর, চন্দনাইশ উপজেলা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আবদুর রহীম, বরমা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ও ৫নং বরমা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. শাখাওয়াত টিপু, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাসনাত কাজেমী নোভেল, আওয়ামীলীগ নেতা স্বপন দাশ, সমাজসেবক মো. আবদুল কদিম, মাস্টার আবুল কালাম আজাদ, মাওলানা আহমদ হোসাইন, ডা. মৃনাল কান্তি ধর। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংবাদিক রাজীব আচার্য্য ও সভাপতিত্ব করেন এ কে এম আবদুল মন্নান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল।
আলোচকরা বলেন, মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী হিসেবে যুদ্ধের পূর্বে বিভিন্ন স্থান সফর করেন, ৭৫ এর বর্বরোচিত হত্যাকাণ্ডের পর দেশের রাজনীতির দুর্বৃত্তায়নের সময় যে ক'জন নেতা ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতিবাদী কণ্ঠ সোচ্চার ছিল, তাঁদের মধ্যে জননেতা এ কে এম আবদুল মন্নান অন্যতম। তিনি একজন সৎ, নির্লোভ, নিরহংকারী ও ত্যাগী নেতা ছিলেন।
বক্তারা আরো বলেন, রাজনীতি হচ্ছে সমাজ-রাষ্ট্রের উন্নয়ন ও মানুষের সেবা করার প্রধান পন্থা। বর্তমান সময়ে কোন কোন ক্ষেত্রে রাজনীতি টাকা আহরণের প্রধান অবলম্বন এবং রাজনীতি ব্যবহার হচ্ছে। রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপরিচালনায় তাঁর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এ কে এম আবদুল মন্নানের মত নেতাদের আদর্শ অনুসরণ করতে হবে।