অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে ২৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। এসময় সন্দ্বীপে ১৭৬ মিলিমিটার, সীতাকুন্ডে ১১২, কুমিল্লায় ১২২, চাঁদপুরে ২৫৭, মাইজদীকোর্টে ১০৪, ফেনীতে ১৬২, হাতিয়ায় ১১২, কক্সবাজারে ৫৭, কুতুবদিয়ায় ১৬২, বান্দরবানে ১৭৮ মিলিমিটার বৃষ্ঠি হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ৬টা অবধি বৃষ্টিপাত রেকর্ডের এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস বলছে, এতে বলা হয়েছে, চট্টগ্রামে ভারী ও মাঝারি বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এসময় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আরও পড়ুন চট্টগ্রামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, জেনে নিন আরো যেসব পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
আবহওয়া অধিদপ্তরের তথ্যমতে, স্থল নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। আগামি ৩০ মে এর পরবর্তী ৫ (পাঁচ) দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারী, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসাবে গণ্য করা হয়।
তথ্যসূত্র: সংগৃহীত
Leave a Reply