আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ‘দৈনিক ভোরের দর্পণ’ পত্রিকার ২৪ বছর পদার্পণ অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদকঃ

করতোয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত জাতীয় গণমাধ্যম ‘দৈনিক ভোরের দর্পণ’ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ষপূর্তির এ আয়োজন সম্পন্ন হয়।

দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহেরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মো. পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ডিএমডি ফাইন্যান্স লাল হোসাইন, উপসচিব নাজিম উদ্দিন, পিআইডি’র তথ্য অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিপিং ব্যবসায়ী সামিদুল হক, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন আবু তাহের, লায়ন আমজাদ হোসেন।

অধ্যাক আবুল খায়ের এর কোরআন তেলওয়াত ও সাংবাদিক নুরুদ্দিন সাগরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, মানবকণ্ঠের ব্যুরো প্রধান হাসান মুকুল, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান কামাল পারভেজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা ইমতিয়াজ শাওন, চট্টগ্রাম খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম পিন্টু, ক্লিক নিউজ সম্পাদক জালাল উদ্দিন সাগর, চাঁটগার বাণী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, লিও জেলার প্রাক্তন সভাপতিদের পক্ষে লায়ন বদিউর রহমান, দৈনিক দেশ বাংলার বিভাগীয় ব্যুরো প্রধান সোহাগ আরেফিন, আনোয়ারা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। এতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আরফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, দৈনিক সমকালের সুজিত দাশ, নজরুল ইসলাম, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, এশিয়ান এস পত্রিকার সিনিয়র রিপোর্টার বশির আল মামুন, নতুন সময়ের মো. ইসমাইল ইমন, ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম কাউছার, দৈনিক বর্তমান কথার গোলাম সরওয়ার, দৈনিক চিত্র ব্যুরো প্রধান জাহেদ কায়সার, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার রানা, রাজিব সেন প্রিন্স, ওসমান জাহাঙ্গীর, মুজিব উল্ল্যা তুষার, এম আর আমিন, সবুজ অরণ্য, দৈনিক পূর্বকোণ আনোয়ারা প্রতিনিধি সুমন শাহ, দৈনিক আজকের পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি ইমরান হোসাইন, শমীর পাল প্রমুখ। অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে কামরুল ইসলাম দুলু, জোনায়েদ হোসেন, সনজয় সেন, কামরুল ইসলাম মোস্তফা, মো. শোয়াইব, শিব্বির আহমদ রানা, শাহেদ হোসেন ছোটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক দল, শ্রেণি পেশার মানুষ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর