আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

ভারি বৃষ্টিপাতে পাকিস্তানে ২২ জনের মৃত্যু


অনলাইন ডেস্কঃ ভারী বৃষ্টিপাতের কারণে পাকিস্তানে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমস।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভারি বৃষ্টির পাশাপাশি বজ্রঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে কোয়েটা নগরীর প্রধান সড়ক ও রাস্তাগুলো পানিতে তলিয়ে গেছে। বহু ঘরবাড়ি ভেসে গেছে।

স্থানীয় বোলান নদী, নারি গাজ-মুলা নদী ও অন্যান্য অস্থায়ী স্রোতস্বিনীগুলো বন্যার পানিতে উপচে পড়ছে। এসব নদীর অববাহিকা অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন পাকিস্তানে সব আসনের ফল ঘোষণা, এগিয়ে ইমরান খানের দল পিটিআই

একটানা বৃষ্টির কারণে বেলুচিস্তানের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। এতে ঘরবাড়ি গরম রাখতে স্থানীয় বাসিন্দারা গ্যাস হিটার ব্যবহার করতে ও গরম কাপড় পড়তে বাধ্য হচ্ছেন।

চলতি মাসে এর আগেও দুইবার বেলুচিস্তানে টানা ভারি বৃষ্টি হয়েছে। তখনও প্রদেশটির রাজধানী শহর কোয়েটার বহু এলাকা তলিয়ে গিয়েছিলো। এবারও নগরীর বহু এলাকা তলিয়ে যায়। এতে নগরীর নিচু এলাকাগুলো শুধু না মূল এলাকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নগরীর মূল এলাকার প্রায় সব রাস্তা ও বাজার হাঁটু সমান পানিতে ডুবে যায়।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় বজ্রঝড়সহ আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।

ভাষান্তর: যুগান্তর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর