নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীন বাংলাদেশে জন্ম নেওয়াটা একজন নাগরিকের জন্য যেমন গর্বের বিষয় তেমনি ১৫ ও ২১ আগস্টের নির্মম ভয়াবহতা ও তার স্মৃতি বাঙালি জাতির জন্য লজ্জা এবং কলঙ্কের বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের নেত্রী এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা।
সোমবার (২১ আগস্ট) ২০০৪ সালের ২১ আগস্টে ঘটে যাওয়া ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। নগরীর নিউ মার্কেট সংলগ্ন দোস্ত বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, ‘আমি
স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়ে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে গর্ব অনুভব করি, তেমনি ১৫ ও ২১ আগস্টের নির্মমতার জন্য লজ্জা অনুভব করি। আমি সেই হামলা ও হত্যাযজ্ঞের সুবিচার চাই।’
সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য এড. রাহিলা চৌধুরী রেখা, সীতাকুন্ড যুব মহিলা লীগের আহবায়ক মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, মিনা পারভিন হোসেন, এড. ফাতেমা নার্গিস হেলনা, ফরিদা বেগম, ইয়াসমিন আকতার, তৃশা, নিপাসহ চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলালীগের অন্যান্য নেতৃবৃন্দ।