চট্টগ্রামের হালিশহরে ট্রাফিক পুলিশের দক্ষতা, চৌকষতা ও ক্ষিপ্রতায় ধরা পড়লো দুই লাখ টাকাসহ ধরা পড়লো ২ ছিনতাইকারী। এ সময় তাদের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে আসল মালিকের কাছে ফিরিয়ে দেয়া হয়। আটককৃতরা হলো- হোসেন ও নুরুল হক। আজ বুধবার (২৬ অক্টোবর) দুপুর দেড়টায় বড়পোল মোড় থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পোল এলাকার ট্রাফিক ইন্সপেক্টর অমলেন্দু বিকাশ দে। তিনি বলেন, মশিউর রহমান নামে এক ব্যক্তি স্ত্রীসহ ইসলামী ব্যাংক থেকে ডিপিএস ভাঙিয়ে ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। দুপুর দেড়টায় বড়পোল মোড়ে সিএনজি অটোরিক্সাযোগে ৩ ছিনতাইকারী তাদের এক হাতে থাকা দুই লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি আরো জানান, ছিনতাইয়ের বিষয়টি টের পেয়ে সার্জেন্ট নাজমুল হাসান খান ও সার্জেন্ট মহিউদ্দিন ধাওয়া দিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের ২ লাখ টাকাও উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা টাকাসহ ছিনতাইকারীদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply