অনলাইন ডেস্কঃ পার্বত্য জেলা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ মে) সকালে শহরের সিলেটি পাড়া ও বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রাঙ্গামাটি শহরের সিলেটি পাড়ার বাসিন্দা মো. নজির (৫০) এবং বাঘাইছড়ি উপজেলাধীন রূপকারী ইউনিয়নের মুসলিম ব্লকের বাসিন্দা বাহারজান বেগম (৫৫)।
রূপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যাসমিন চাকমা জানান, ‘ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।’
আরও পড়ুন রাঙ্গামাটি বিদ্যুৎ অফিসে গ্রাহকদের বিক্ষোভ
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, ‘অনেক দিন পর আজ সকালে বজ্রপাতসহ বৃষ্টি হয়। এতে বাহারজান নামে একজন নিহত হন। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।’
অন্যদিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক প্রধান ডা. শওকত আকবর জানান, ‘সকালে শহরের সিলেটি পাড়া থেকে একজনকে হাসপাতালে আনা হয়। তিনি বজ্রপাতে নিহত হয়েছেন।’
তথ্যসূত্র: জাগোনিউজ২৪