আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

সাতকানিয়ার ছদাহার ৩ দিনে ২ খুন, আইন শৃঙ্খলার অবনতি


ইকবাল হোসেন, সাতকানিয়াঃ উপজেলায় দিন দিন সহিংস ঘটনা বেড়েই চলেছে। গত দুইদিনে সাতকানিয়ায় ছদাহার দু’জন ব্যক্তি মর্মান্তিকভাবে খুন হয়েছেন। মাত্র ১৭ টাকার জন্য খুন হওয়া ঘটনার রেশ কাটতে না কাটতে বুধবার (২৯ মে) রাতে একই এলাকার আরেক যুবক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন। সামাজিক অস্থিতিশীলতা ও আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটলে এ ধরণের ঘটনা বাড়ে বলে মন্তব্য করছেন সমাজ বিশ্লেষকরা।

নিহত পিকআপ চালকের পরিচয়: মোহাম্মদ মহিউদ্দিন (৩২)। সে উত্তর ছদাহার সরদারপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। আর নৃশংস হত্যকাণ্ডটি ঘটে উপজেলার আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ আমিলাইষ শাহ পারওয়াল বাড়ি এলাকায়। এ দু’টি হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে গ্রেপ্তার করার তথ্য জানাইনি স্থানীয় প্রশাসন।

কেন ঘটেছিলো গণপিঠুৃনির ঘটনা

বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আমিলাইষের শাহ পারওয়াল এবতেদায়ী মাদ্রাসা ভবনের ভিতর থেকে কয়েকজন ব্যক্তি ধানের বস্তা যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানে তুলছিলেন। গাড়ির চালক কাছাকছি রেজাউল করিম প্রকাশ প্রফেসারের দোকানে বসা ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা ধান চোর ধান চোর বলে ডাক দিলে যারা গাড়িতে ধান তুলছিলো তারা পালিয়ে গেলেও চালক মোহাম্মদ মহিউদ্দিনকে লোকজন আটক করে। পরে ধান চোর সন্দেহে মহিউদ্দিনকে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়।

আরও পড়ুন সাতকানিয়া পৌরসভার উদ্যোগে সাংসদ এম এ মোতালেবকে সংবর্ধনা

রাত সাড়ে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। এরপর গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করে। এরপর বৃহস্পতিবার সকালে মহিউদ্দিনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্রিয়া

নিহত মোহাম্মদ মহিউদ্দিনের পিতা আলী আহমেদ বলেন, ‘গত মঙ্গলবার রাতে কে বা কারা আমার ছেলে মহিউদ্দিনকে ধানের ভাড়া নেওয়ার কথা বলেছিলো। পরের দিন গত বুধবার সকালে সে ধানের ভাড়া টানার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে ফিরে আসার সময় বাজার করে নিয়ে আসারও কথা ছিলো। ছেলেটি মাত্র ২৩ দিন আগে বিয়ে করেছে। সে চোর নয়। যারা তাকে ভাড়া করে নিয়েছিল তারাই হয়ত চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।’

আমিলাইষ ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য লোকমান হাকিম বলেন, গত চারদিন আগে ওই এলাকায় ধান চুরি হয়েছে বলে শুনেছি। বুধবার সন্ধ্যায় কয়েকজন লোক পিকআপ ভ্যান নিয়ে ধান চুরি করতে এসেছিলেন এমন অভিযোগে স্থানীয় লোকজন চোর শব্দে ডাক দেয়। ডাক শুনে চোরের দলের সদস্যরা পালিয়ে যান। ঐ সময় একজনকে আটক করে স্থানীয়রা গণপিটুনি দিলে মহিউদ্দিন নামের লোকটি মারা গেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘কয়েকদিন আগেও ওই এলাকা থেকে ২০ বস্তা ধান চুরি হয়। গত বুধবার রাতে একই এলাকা থেকে চোরের দল পাঁচ বস্তা ধান পিকআপ ভ্যানে তুলে নিয়ে ছিলো। এ সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে চোর ডাক শুনে চোরের দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও স্থানীয় লোকজন মহিউদ্দিন নামের একজনকে আটক করে। এরপর গণপিটুনির শিকার হয়ে তিনি নিহত হয়েছেন।’

নাস্তার টাকার জন্য খুন

উপজেলায় মঙ্গলবার (২৮ মে) ছদাহার যুবক মাহমুদুল হক (৩৩) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মিঠার দোকান এলাকায় এ ঘটনা ঘটে। কেউ বলছেন নাস্তার টাকার বিরোধে কেউ বলছেন রাজনৈতিক আধিপত্যের কারণে মাহমুদুল খুন হয়েছে।

মাহমুদুলের সহোদর মোহাম্মদ এনাম জানিয়েছেন, ‘চায়ের দোকানে নাস্তার টাকা নিয়ে বিরোধের জেরে সোমবার (২৭ মে) আমাদের বাড়িতে ৩০ থেকে ৪০ জন লোকজন এসেছিলো। পরে আমি যোগাযোগ করাতে সেটা সমাধান হয়ে যায়। মঙ্গলবার পূর্বপরিকল্পিতভাবে বেলা একটার দিকে মিঠার দোকানে আমার ভাই মাহমুদুল হককে ছুরিকাঘাত করেছে সোহাগ ও সাইফুল। গত কয়েকদিন ধরে সোহাগ ও সাইফুল মিলে আমার ভাইকে মারধর করতে চায়। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল রেখে গেছে সোহাগ ও সাইফুল। আমার ভাই মাহমুদুল হকের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগে কোনো পদ-পদবি নেই।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর