আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে ২ জনের প্রাণহানি


অনলাইন ডেস্ক

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ১ জন অটোরিকশা যাত্রী ও ১ জন হানিফ পরিবহনের হেলপারসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চট্টগ্রামমুখী ইউনিক পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস প্রথমে একইমুখী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত মোটর রিকশাকে ধাক্কা দেয়। এ সময় মোটররিকশা যাত্রী মৃদুল কান্তি নাথ (৫০) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

ঘাতক বাসটি একইমুখী হানিফ পরিবহনের সহকারী মো. আবদুল্লাহকে (৩৫) ধাক্কা দিলে তিনিও ঘটনাস্থলে নিহত হন। নিহত মৃদুল কান্তি নাথ দোহাজারী পৌরসভার ১নম্বর ওয়ার্ড চাগাচর নাথপাড়ার মৃত চৈত্যন্ন চরণ নাথের ছেলে এবং মো. আবদুল্লাহ কক্সবাজার সদর দক্ষিণ দ্বীপকুল এলাকার আবদুল লতিফের ছেলে।

ঘটনার সময় আহতরা হলেন-বান্দরবান এলাকার জেয়াবুল হকের ছেলে মোটরসাইকেল আরোহী আমির হোসেন (৪০), রিকসা চালক কুতুব মিয়া (২২)। হতাহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

আহতদের প্রাথমিক চিকিতৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাস চালক মফিজুর রহমান (৪২) কে আটক করে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ এরফান জানান, ‘দুর্ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক বাস ও বাসের চালককে আটক করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর