পুলক কুমার দে, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, পরীমালা চাকমা (৫৫) ও গৌরিমালা চাকমা (৪৫)। আহতদের মধ্যে একজন— অটোরিকশাচালক পিন্টু চাকমা (২২)। বাকিরা হলেন, রিপন চাকমা (৩৭), পরি চাকমা (৪২), রিকন চাকমা (২৮)। শনিবার দুপুর ২টার দিকে রাঙ্গামাটি জেলা শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তথ্যসূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খাজা গরীবে নেওয়াজ পরিবহনের যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচরে যায়। এবং ঘটনাস্থলেই দুজন মারা যান এবং চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেন। পরে আহত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ বলেন, ‘বাসটির চালক ও হেলপারকে আটক করা হবে।’ এদিকে পুলিশ বাসটিকে ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে গেছে।
Leave a Reply