আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ থেকে আমির ভান্ডারে ২দিন ব্যাপী বার্ষিক ওরশ শুরু


চাটগাঁর সংবাদ ডেস্ক 

আমির ভাণ্ডারের ২৪ তম ওরশ শরীফ উপলক্ষে ১৯ ও ২০ সেপ্টেম্বর হাদীয়ে জমান শাহেন শাহ্ হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আবু ছৈয়দ শাহ্ আমিরভাণ্ডারী(কঃ) কেবলার বার্ষিক ওরশ উপলক্ষে পবিত্র মিলাদুন্নবী (সাঃ) ও খতমে বোখারী শরীফ আনজুমান -এ- রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্তাপনায় ২দিন ব্যাপি নানান কর্মসূচির মধ্য দিয়ে আমির ভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হবে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ১ম দিবসে বাদ ফজর খতমে কুরআনুল করিম,সকাল ১০ টায় শিশু কিশোর মেলা,বাদ মাগরিব হাদীয়ে জমান আমিরভাণ্ডারী (কঃ) বাবাজান কেবলার রওজা-এ পাকে গিলাফ ছাড়ানো,আতর ও পুস্প অর্পন, বাদ এশা গুণিজন সংবর্ধনা ও জলসায়ে আমিরভাণ্ডারী।

২০ সেপ্টেম্বর বুধবার ২য় দিনে বাদ ফজর খতমে কুরআনুল করিম,খতমে গাউছিয়া শরীফ, সকাল ১০টায় শিশু কিশোর মেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ,বাদে আছর খতমে বোখারী শরীফ এবং রাত ব্যাপী ওয়াজ মাহফিল,আখেরী মুনাজাত ও তাবারুক বিতরণ।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমির ভাণ্ডার শরীফ, গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর