আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু


মুহাম্মদ আরফাত হোসেন:

চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড হারলা নতুনবাড়ি এলাকায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল (সোমবার) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, এলাকার জাকির হোসেনের মেয়ে নুসরাত জাহান ফারিয়া মিম্পা (৭) ও একই এলাকার বেলাল উদ্দীনের কন্যা জান্নাতুল মাওয়া মিম্পা (৯) দুপুর সাড়ে ১২টার দিকে একই সাথে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। বেশকিছুক্ষণ তাদের কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরবতীর্তে নুসরাত ও জান্নাতুলের নিথর দেহ পুকুরে ভেসে উঠে।

এসময় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুকুরে ডুবে একই সাথে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর