মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ‘কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি’ শিরোনামে ভোরের কাগজে সংবাদ প্রকাশিত হওয়ায় পত্রিকাটির প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে হয়রানিমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তার শাস্তির দাবিতে শনিবার (২১ মে) দুপুরে দোহাজারী পৌর সদরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন চট্টগ্রাম দক্ষিন জেলা বিএমএসএফ নেতৃবৃন্দ ও চন্দনাইশে কর্মরত সাংবাদিকরা।
প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ভোরের কাগজ চন্দনাইশ প্রতিনিধি আবু তালেব আনচারী।
সাংবাদিক সৈকত দাশ ইমনের এর সঞ্চালনায় বক্তব্য দেন, বিএম এসএস চট্টগ্রাম জেলা সভাপতি আবদুল হাকিম রানা, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, ভোরের কাগজ পটিয়া প্রতিনিধি এসএম একে জাহাঙ্গীর, বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক এমএ হামিদ, সাংবাদিক যথাক্রমেঃ- শাহাদাত হোসেন, আজিমুশমানুল হক দস্তগীর, মাঈন উদ্দিন, জসীম উদ্দিন, কামরুল ইসলাম মোস্তফা, ফয়সাল চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গণমাধ্যমের টুঁটি চেপে ধরে দেশের সমৃদ্ধি সম্ভব নয়। সংবাদ প্রকাশের জেরে ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়েরকৃত হয়রনীমূলক মানহানির মামলা প্রত্যাহার এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়ন বাতিলসহ তার শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় সাংবাদিক সমাজ আরো কঠোর কর্মসুচি পালন করবেন বলে উল্লেখ করেন বক্তারা।
Leave a Reply