ফারুকুর রহমান বিনজু, পটিয়া
চট্টগ্রামে পটিয়ায় পৌরসভার ২০২৪ – ২০২৫ সাল অর্থ-বছরের সর্বমোট বাজেট ১৬০ কোটি ২৭ লক্ষ ৮৪ হাজার ৬৮৬ টাকার প্রণীত বাজেট গতকাল মঙ্গলবার দুপুরে পটিয়া পৌরসভার মিলনায়তনে পৌর মেয়র মো আইয়ুব বাবুল এ বাজেট ঘোষণা করেন। মেয়রের সভাপতিত্বে বাজেট সভা অনুষ্ঠিত হয়। আগামী বাজেটের মধ্যে রয়েছে ডাম্পিং স্টেশন, পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মান, জলবদ্ধতার দূরীকরণ, পানি নিস্কাশন, বর্জ্য ব্যবস্হাপনা, সুপেয় পানি সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ব্রীজ-কালভাট, বন্যা প্রতিরোধ,রাস্তাঘাট খাতে বেশি ব্যয় ধরা হয়।যাত্রী ছাউনি, পুকুর সৌন্দর্য বর্ধনকরণ ও ওয়াক ওয়ে নির্মাণ গণশৌচাগার বরাদ্দ দিয়ে স্মার্ট পৌর শহর গড়তে সবার সহায়তা কামনা করেন। এই অর্থ বছরে রাজস্ব আয়ে বাজেট ২৩ কোটি ২ লক্ষ ৩৪ হাজার টাকা ও উন্নয়ন বাজেট ১৩৭ কোটি ২৫ লক্ষ ৫৩ হাজার টাকার ব্যয় ধরা হয়।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মধ্যে ইঞ্জিনিয়ার রুপক সেন, গোফরান রানা, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন, শেখ সাইফুল ইসলাম, সরোয়ার কামাল রাজিব, শফিউল আলম, বুলবুল আকতার, ফেরদ্দৌস বেগম, ইয়াছমিন আকতার, পৌর সচিব নেজামূল হক, সহকারী প্রকৌশলী মিজানু রহমান খন্দকার,করুণা কান্তি বড়ুয়া,হিসাব রক্ষক হারুন অর রশিদ,কর পরিদর্শক শরীফ খানঁ, লাইসেন্স পরিদর্শক বিধান দাশ প্রমুখ।
Leave a Reply