নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় আজ রোববার সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, পানি ছাড়ার ফলে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। তবে পানি না ছাড়লে বাঘাইছড়ি উপজেলার সবকিছু ডুবে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এদিকে, বৃষ্টি কমে আসায় দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি এখনো খারাপ। ফেনীর গ্রামাঞ্চলে অন্তত এক লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন।
বন্যাকবলিত এলাকাগুলোতে শুকনা খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছাতে পারছেন না। সরকারি হিসাবে, বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশের ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে এবং প্রায় ১০ লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট কাজ করে যাচ্ছে।