মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় গাছ থেকে পড়ে মোহাম্মদ এনাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত এনাম দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঈদ পুকুরিয়া এলাকার মৃত আবদুল শুক্কুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য জাহাঙ্গীর আলম জানান, গত সোমবার বিকেলে দোহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঈদ পুকুরিয়া হিন্দু পাড়া এলাকায় গাছের ডাল কাটার সময় নিচে পড়ে গুরুতর আহত হন এনাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মৃত্যুবরণ করেন এনাম। বৃহস্পতিবার জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply