আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

চন্দনাইশে নৌকার মাঝি হওয়ার প্রতিযোগিতায় ১৫ প্রার্থী


মোহাম্মদ কমরুদ্দিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এমপি পদে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ১৫ জন। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির ৩য় দিন পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যতম উপজেলা চন্দনাইশ সাতকানিয়া আংশিক এলাকা থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেতে এই ১৫ জন আওয়ামীলীগ নেতার মনোনয়ন ফরম নেয়ার খবর পাওয়া গেছে।

তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান এমপি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ও রিহ‍্যাব চট্টগ্রাম রিজিওনের চেয়ারম্যান, আবদুল কৈয়ুম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ, চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামিলীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কায়কোবাদ ওসমানী, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি ড. নাছির উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ আলম চৌধুরী, মদিনা আওয়ামীলীগ শাখার সভাপতি লায়ন রফিকুল ইসলাম ও চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আফতাব মাহমুদ শিমুল, আওয়ামীলীগ নেতা মামুন চৌধুরী। চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান । কে পাচ্ছেন নৌকা প্রতীক এমন আলোচনা এখন চন্দনাইশ ১৪ সংসদীয় আসনের প্রতিটি এলাকায় । চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজারের আড্ডায়, অফিস-আদালতে সব জায়গায় এখন আলোচনায় কে হচ্ছেন চন্দনাইশের নৌকার মাঝি। নেতা- সমর্থকদের মধ্যে চলছে নানা জল্পনা কল্পনা চুলছেড়া বিশ্লেষন।। নেতারা দলের হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতাদের কাছে দৌঁড়ঝাপ করছেন। তবে দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, যাচাই বাছাই শেষে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। উল্লেখ্য,প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর