অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সভা আগামিকাল ২৩ মে বৃহস্পতিবার) গণভবনে অনুষ্ঠিত হবে। বুধবার (২২ মে) আ. লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন নৌকা নিয়েও হেরে গেলেন ইনু
বিবৃতিতে জানানো হয়, আগামিকাল সন্ধ্যা ৭টায় বৈঠকটিতে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলীয় জোট নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।